বৃহস্পতিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা বিএনখান ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি শেরে বাংলা কলেজের শিক্ষক সরদার মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম, বি.এন.খান ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক রায় চৌধুরী, উপজেলা বাকসিস এর সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, উজিরপুর আলিম মাদ্রাসা সুপার মাওলানা মো. নুরুল হক আজহারী, শিক্ষক নেতা মো. রাজ্জাক মৃধা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের সর্বস্তরের শিক্ষকরা এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।