কুয়াকাটায় ধানক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার
নভেম্বর ০৪ ২০২২, ১৬:০৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুরে ধান ক্ষেত থেকে সাবিকুন্নাহার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় স্থানীয়রা ধান ক্ষেতের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। সাবিকুন্নাহার আলীপুরের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাবিকুন্নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত চলছে।
আ/ মাহাদী