ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১১:৩৬

অনলাইন ডেস্ক :: বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ১০ দিন পর পলাতক আসামি ধর্ষক তামিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত তামিম (১৯) নাটোর সদর উপজেলার চাঁনপুর (পাবনা পাড়া) এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় থেকে ১৯ বছর বয়সী যুবক তামিমের সঙ্গে ৮ম শ্রেণী পড়ুয়া ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তাদের মধ্যে দীর্ঘদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে কথাবার্তা হতো। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারী দুপুরে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে তামিম। এরপর তাকে নাটোর সদর উপজেলার তেবাড়ীয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে নিয়ে আসা হয়। তারপর মাটিয়াপাড়ার (পীরগঞ্জ) আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (২৬) ও চাঁনপুর (পাবনা পাড়া) এলাকার সোনাউল্যাহর ছেলে সিরাজুল ইসলামের (৩০) সহযোগিতায় ওই মেয়েটিকে চাঁনপুর বিলের এক কলাবাগানে নিয়ে পালাক্রমে তিনবার ধর্ষণ করে তামিম। এরপর তামিম আব্দুল মজিদের কাছে ভিকটিমকে হস্তান্তর করলে আব্দুল মজিদও তাকে বাড়িতে নিয়ে পালাক্রমে দুইবার ধর্ষণ করে। পরদিন সকালে ভিকটিমকে রাজশাহীগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেল ঘড়িয়া বাইপাস মোড়ে অবস্থানকালে স্থানীয় লোকজন ভিকটিমের অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ভিকটিমকে তাৎক্ষনিক উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় ওই তিন আসামির বিরুদ্ধে মামলা করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও তামিম পালিয়ে যায়। দীর্ঘ ১০ দিন পর ওই মামলার প্রধান আসামি তামিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

এ বিষয়টি নিশ্চিত করে নাটোর র‌্যাব অফিসের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং রাজশাহী সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানান,তথ্য-প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৮ ফেব্রুয়ারী) মধ্যরাতে রাজশাহী মাহানগরের কাশীয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে তামিমকে গ্রেপ্তার করা হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও