বাউফলে প্রাকাশ্যে রাস্তায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
অক্টোবর ২৭ ২০২২, ১৬:৫৮
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মামুন খান (৪৫) কে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
তার আপন চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের নেতৃত্বে তাকে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পৌর শহরের হাচন দালাল মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে।
আহত মামুন খানকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খান ঘটনার দিন সোয়া ১টার দিকে উপজেলা ও পৌর যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কৃষি ব্যাংকের সামনে তার আপন চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ওরফে ফয়সাল খানের নেতৃত্বে ৩-৪ জন লোক ধারালো চাপাতি দিয়ে তাকে মাথায়, পিঠে, পেটে ও কোমড়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় কয়েক ব্যক্তি তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে আহত মামুন জানিয়েছেন।
বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন,‘ মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে ডুকে মগজ বেড় হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রত্যক্ষদর্শী জানান, মামুন খান উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজের বাসভবন থেকে বেড় হয়ে রাস্তায় আসার সাথে সাথেই ফয়সাল খান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকেন।
তখন মামুন খান ডাকচিৎকার দিলেও আশপাশের কোন লোক তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। মামুন খানকে কোপানো শেষে হামলাকারী ফয়সাল ও তার তিন সহযোগি বীর দর্পে চলে যায়। এ ব্যাপারে কৃষ দলের আহবায়ক ফয়সাল খানকে তার মোবাইল ফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ খবর পাওয়ার সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি , পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’