বিএনপির সমাবেশ: মাঠেই দুটি জামাতে জুমার নামাজ পড়েছে নেতাকর্মীরা
নভেম্বর ০৪ ২০২২, ১৫:০৫

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠেই পৃথক দুটি প্যান্ডেলে জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজে একসাথে হাজারো নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায় জুমার নামাজে। নেতাকর্মীদের নিজেদের মধ্য থেকে একজন নামাজ পরিচালনা করেন।
নামাজে অংশ নেওয়া ভোলার দৌলাতখান সৈয়দ পুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার বলেন, আমি ভোলার দৌলাতখান থেকে আসছি। নেতাকর্মীদের নিয়ে মাঠে একসাথে জুম্মার নামাজ আদায় করেছি। তাছাড়া ভোলা থেকে আসতে ভেদুরিয়া ঘাটে আমাদের অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতারা। আমরা স্পিড বোটে ওঠার পরে আমাদের দিকে লাঠি ছুড়ে মারছে। ঘাট থেকে নৌকা, ট্রলার, লঞ্চ কিছুই ছাড়তে দেয় নাই। খুব কষ্ট করে এই পর্যন্ত আসছি।
গেীরনদী মাহিলারা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পদাক সজল বলেন, একসাথে অনেক মানুষ নামাজ আদায় করতে দেখে ভালো লেগেছে। সবাই নেতাকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছে।
বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, একসাথে এত নেতাকর্মীরা অনেক দিন পর এভাবে মাঠে নামাজ আদায় করেছি। প্রখর রোদে গরমে অনেক কষ্ট হলেও ভালো লাগছে। গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশস্থলে আসতে অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়েছে। তবে সমাবেশ যে পরিমাণ লোকজন অংশ নিয়েছে তা দেখে সব কষ্ট দূর হয়ে গেছে।
এছাড়া সমাবেশস্থলে যোগ দেওয়া নেতাকর্মীরা প্রখর রোদ উপেক্ষা করতে মাঠের চারপাশে গাছতলা, তাবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যার সামর্থ অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন।
আমার বরিশাল/আরএইচ