বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মোকামিয়া মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়।
বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু
নভেম্বর ০৪ ২০২২, ১৩:০৬
নিহতরা হলো- বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), ৪ নম্বর মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি মৃধা (১৪) এবং মোকামিয়া গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে সিয়াম (১৩)। প্রথম দুজন সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে বেতাগী উপজেলা মোকামিয়া দরবার শরীফে অনুষ্ঠিত মাহফিলে যায় রফিক মৃধার ছেলে রাব্বি মৃধা। তার সঙ্গে ছিল আরো দুজন।
মাহফিল থেকে বাড়ি ফেরার পথে খাঁনেরহাট এলাকায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে। পরে বেতাগী থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন কিশোরের মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধারের সময়ে দায়িত্বরত বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিহাদ বলেন, ‘মোটরসাইকেলের গতি এত বেশি ছিলো যে, রাস্তার পাশে থাকা মাইলস্টোন ভেঙে গেছে। ’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ খুব দ্রুত পৌঁছে। মোটরসাইকেলসহ আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও বাকি একজন কিশোরের পরিচয় তাৎক্ষণিক না পাওয়ায় তাকে অজ্ঞাত উল্লেখ করে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সকালে মরদেহ মর্গে পাঠানো হয়। ’