বরিশালে সমাবেশস্থলেই নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা
নভেম্বর ০৩ ২০২২, ২৩:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে বিএনপির গণসমাবেশের ২ দিন আগেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
মাঠেই অবস্থান করছেন তারা। মাঠেই আদায় করছেন নামাজ। বৃহস্পতিবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করেন শত শত নেতাকর্মী।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের ২ দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশস্থলে থাকা আল আমিন নামের এক কর্মী বলেন, ইতোমধ্যে বরিশালের সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ হওয়া শুরু হয়ে গেছে।
সরকারদলীয় লোকেরা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। লঞ্চ, বাস, অটো, ট্রাকসহ সব যানবাহন বন্ধ রাখছে।
তাই আমরা দুই দিন আগেই সমাবেশে যোগ দিয়েছি। এ জায়গায় নামাজ আদায় করতে পেরে এখন একটু শান্তি লাগছে।
এদিকে দুই দিন আগেই সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যে যার সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন।
তবে এই ২ দিন মাঠের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাবেন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।’
আ/ মাহাদী









































