শিক্ষক দিবসে পটুয়াখালীতে র‌্যালি

অক্টোবর ২৭ ২০২২, ১৫:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুর’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষক দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯টায় দিবসটি উপলক্ষে শেখ রাসেল শিশুপার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ আল সাদি, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম।

আলোচনা সভা শেষে জেলায় কলেজ, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা এবং প্রাথমিকের জেলার শ্রেষ্ট শিক্ষকদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা এবং প্রাথমিক এর শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও