বরিশালে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অক্টোবর ২৭ ২০২২, ১৫:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: র‌্যালি-সমাবেশ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্য দিয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল যুবদল। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন।

জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু সহ অন্যান্যরা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালাটি ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে স্বেচ্ছায় এক রক্তদান কর্মসূচীর আয়োজন করে যুবদল। যুবদলের কর্মসূচী উপলক্ষে সদর রোড সহ আশপাশে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও