কক্ষে গোপন ক্যামেরা আছে কিনা জানবেন যেভাবে

জানুয়ারি ১৫ ২০২৩, ১১:১৯

বাসার বাইরে অন্য কোথাও অবস্থানকালে প্রায়ই আমরা উদ্বিগ্ন হই যে, সেখানে কোনো লুকানো ক্যামেরা আছে কিনা। বিশেষ করে হোটেল কক্ষে অথবা শপিংমলের ট্রায়াল রুমে। এমন হিডেন ক্যামেরা শনাক্ত করার দুটি সহজ উপায় রয়েছে। আর সেটি করা যাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই।

 

আপনি যে নেটওয়ার্কে রয়েছেন, সেই একই নেটওয়ার্কে যত ডিভাইস সংযুক্ত থাকবে, সেগুলো নেটওয়ার্ক চেকার অ্যাপ থেকে দেখা যাবে।

স্মার্টফোনের ক্যামেরা দিয়ে

অনেক সময় হিডেন ক্যামেরা হিসেবে এমন ক্যামেরা ব্যবহার করা যায়, যা স্বল্প আলোতেও ছবি তুলতে বা ভিডিও করতে সক্ষম। এসব ক্যামেরায় সাধারণত ইনফ্রারেড রশ্মি (আইআর) থাকে। বর্তমান সময়ে সহজলভ্য যে কোনো স্মার্টফোনের ক্যামেরায় এই ইনফ্রারেড রশ্মি শনাক্ত হওয়ার কথা যদিও আইআর খালি চোখে ধরা পড়ে না।

গুগলের পিক্সেল ৬ স্মার্টফোনের মতো ডিভাইসের সামনে ও পেছনের দুই ক্যামেরাতেই আইআর শনাক্ত হয়। তবে বেশিরভাগ স্মার্টফোনের পেছনের ক্যামেরাতে না হলেও সামনের ক্যামেরায় আইআর শনাক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

উইন্ডোজ পিসিতে গোপন ফোল্ডার তৈরি করবেন যেভাবে

এখন আপনি যে কক্ষ বা স্থানে অবস্থান করছেন, তার পুরোটা আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভালো করে স্ক্যান করে ফেলুন। ইনফ্রারেড রশ্মি সংবলিত কোনো ক্যামেরা থাকলে আপনার ফোনে সেটি ধরা পড়বে এবং ডিসপ্লে লাল রং দেখাবে।

বিষয়টি হাতে-কলমে চেষ্টা করে দেখতে বাসার টিভির রিমোট দিয়ে পরীক্ষা করতে পারেন। রিমোটের মাথার দিকে একটি ছোট বাল্বের মতো থাকে। সেদিকে স্মার্টফোনের সামনে ও পেছনের ক্যামেরা তাক করে রিমোটের কোনো বাটন চাপ দিন।

স্মার্টফোনের ডিসপ্লেতে রিমোটের ইনফ্রারেড রশ্মি প্রতিফলিত হয়ে লাল রঙের বাতি দেখা যাবে।

হিডেন ক্যামেরার একটি নমুনা।
ইনস্টাগ্রামে অনাকাঙ্ক্ষিত বার্তা—রিপোর্ট করবেন যেভাবে

নেটওয়ার্ক চেকিং অ্যাপ দিয়ে

গোপন ক্যামেরা শনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে স্মার্টফোনে নেটওয়ার্ক চেকিং অ্যাপ ব্যবহার করা। ক্যামেরা যদি আইপি ক্যামেরা বা এ ধরনের ক্যামেরা হয়, যা নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে, তাহলে নেটওয়ার্ক চেকিং অ্যাপে সেটি ধরা পড়বে।

এ জন্য আপনি ফিং নামের অ্যাপ ব্যবহার করতে পারেন, যা আইওএস ও অ্যান্ড্রয়েড দুই ধরনের স্মার্টফোনের জন্যই পাওয়া যায়।

আপনি যে নেটওয়ার্কে রয়েছেন, সেই একই নেটওয়ার্কে যত ডিভাইস সংযুক্ত থাকবে, সেগুলো এই অ্যাপ থেকে দেখা যাবে। ডিভাইসের তালিকা থেকে দেখে নিন যে সেখানে এমন কোনো ডিভাইস আছে কিনা, যা আপনার পরিচিত নয় বা যার সম্পর্কে আপনি অবগত নন।

এ দুই উপায়ে খুব সহজেই গোপন ক্যামেরা শনাক্ত করা যাবে। তবে ক্যামেরা যদি খুবই সনাতন প্রযুক্তির হয়, তাহলে কিন্তু এই উপায়গুলো কাজ করবে না। তখন আপনার শেষ ভরসা রেডিও ফ্রিকোয়েন্সি ডিরেক্টর।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও