দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

জানুয়ারি ১২ ২০২৩, ১১:৪৩

অনলাইন ডেস্ক :: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধান বোঝাই ও কয়লা বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই ট্রাকের চালকসহ তিনজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার উচিতপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার মৃত কামরুলের ছেলে। তিনি ধান বোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। কয়লা বোঝাই ট্রাকের চালকের নাম রজব আলী। বাকি দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বনমালী বলেন, ধান বোঝাই একটি ট্রাক দিনাজপুরের কাহারোল হাট থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে উচিতপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল। তিনি ট্রাক চালাচ্ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও