বরিশালে সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যবসায়ী

নভেম্বর ০২ ২০২২, ১১:৩৯

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সড়কে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্যামল চন্দ্র শীল (৪৫) নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে নগরীর হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

তবে স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, কাউনিয়া প্রধান সড়কের এরশাদ মিয়ার বাড়ির বাসিন্দা শ্যামল চন্দ্র শীল স্ত্রী-সন্তান নিয়ে হাসপাতাল রোডের ঝাউতলা এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বিকেলে বাসা থেকে বের হয়ে মূল সড়কে উঠার কিছুক্ষণ পরেই তিনি পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা পরিবারকে খবর দিলে তারা এসে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শ্যামল চন্দ্র শীলের মৃত্যু হয়েছে।

শ্যামল চন্দ্র শীলের স্ত্রী গীতা রানী জানিয়েছেন, তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও