৪০ হাজার ইয়াবাসহ পলাতক আসামি গ্রেপ্তার

জানুয়ারি ১০ ২০২৩, ১৬:০২

অনলাইন ডেস্ক :: লক্ষ্মীপুরে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক মামলার পলাতক আসামি হাফিজ উল্যাহ বাহাদুর মাঝিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাহাদুর পূর্ব চররমনী মোহন গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। চররমনী মোহন এলাকায় ৮৫ হাজার পিস ইয়াবা জব্দে র‌্যাবের করা মামলায় পলাতক ছিলেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, গত ৩ জানুয়ারি ভোরে র‌্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার চররমনী মোহন গ্রাম থেকে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা মনির হোসেন সজিবের বাড়ি থেকে ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মনির, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ কর্মী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. নুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ মামলায় বাহাদুর মাঝি ও আব্দুর রহমান নামে দুইজন পলাতক ছিলেন।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত বাহাদুরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও