প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়ল টাইগাররা

অক্টোবর ২৭ ২০২২, ১১:১৯

ক্রীড়া ডেস্ক: চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম হারের সামনে বাংলাদেশ। অন্ততপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোর দেখে নির্দ্বিধায় এটি বলে দেওয়া যায়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হার থেকে বাঁচতে একমাত্র বৃষ্টির জন্য দোয়া করতে পারে বাংলাদেশি ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও। তবে দোয়া করতে হবে বাংলাদেশ যেন বৃষ্টির জন্য ৫ ওভারও ব্যাটিং করতে না পারে। তাহলেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে সিডনি স্টেডিয়ামে রেকর্ড রান করতে করতেও করতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে রাইলি রুশোর দ্বিতীয় আন্তর্জাতিক টি-টুয়েন্টি শতকে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে টাইগারদের করতে হবে ২০৬ রান।

সিডনিতে টি-টুয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান ছিল২২১ রান। ২০০৭ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি-টুয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রান ছিল ভারতের। এবার অবশ্য এই জায়গা দখল করে নিলো দক্ষিণ আফ্রিকা।

এ দিকে এটি বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের শতকে ৪ উইকেটে ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও