শরীফকে আ.লীগের পদ থেকে অব্যাহতি

জানুয়ারি ০৫ ২০২৩, ১৮:২৮

অনলাইন ডেস্ক :: সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি জানান। এর আগে বুধবার রাতে তার স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিও প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।’

এ ব্যাপারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘সংগঠন পরিপন্থী কাজের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না। এটা আপনারাই ভালো জানেন। আর এখানে ধারা সম্পর্কে বলা আছে। এ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত এসেছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি’র সঙ্গে যোগাযোগ করা হলে তার অসুস্থতার কথা বলে এপিএস শেখ সানি জানান, এটি নিয়ে আমি কিছু বলতে পারব না ৷ খুব সম্ভবত এটা ওনার ব্যক্তিগত বিষয়। আমাদের স্যার তো এ ঘটনায় ইনক্লুডেড ছিল না। তাই আমি কিছু জানি না।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত এক ভিডিও ছড়িয়ে পড়ার জের ধরে সমালোচনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত এসেছে। ওই ভিডিও নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে দলে ও দলের বাইরে নেতিবাচক আলোচনা তৈরি হয় বলে তারা জানান।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শরিফুল ইসলাম নগ্ন হয়ে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। এক মিনিট ৭ সেকেন্ডের এ ভিডিওর এক পর্যায়ে আরও আপত্তিকর কাণ্ড শুরু করেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও