ডিবি পুলিশের মোবাইল ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার
নভেম্বর ০১ ২০২২, ১৭:৪৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিরপুর পল্লবীতে পুলিশ কনস্টেবল উজ্জ্বল সূত্রধরের হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারী তার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনার ৮ ঘণ্টার মধ্যে ছিনিয়ে নেওয়া সেই মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন বিজয় ও মাসুদ।
মঙ্গলবার (০১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি জানান, পুলিশ কনস্টেবল উজ্জ্বল সূত্রধর ডিবি অ্যাডমিন শাখায় কর্মরত।
৩০ অক্টোবর দিনগত রাতে সিভিল ড্রেসে পল্লবীর স্বপ্ন নগর আবাসিক এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
তখন ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। ঘটনা পরপরই ওই পুলিশ কনস্টেবল একটি হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার দিন রাত ১২টার পরে পল্লবী থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযানে নামে। ৮ ঘণ্টার মধ্যে মিরপুর পল্লবী বাউনিয়াবাঁধ এলাকা থেকে ছিনতাইকারী বিজয় ও মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই মোবাইলটি উদ্ধার করা হয়। দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে।









































