বরিশালে জাতীয় যুব দিবস পালিত
নভেম্বর ০১ ২০২২, ১৭:১৬
নিজস্ব প্রতিবেদক ॥ যুব সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল উদ্যোক্তাদের সম্মাননা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার বরিশালে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই এখন তরুণ। যাদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। সংখ্যার হিসাবে, তরুণ জনগোষ্ঠী এখন ৪ কোটি ৫৯ লাখ। তরুনদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। দক্ষ যুব সমাজ আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুব শক্তি আছে, এটাই আমাদের বড় শক্তি। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবদুল কাদের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)।
অনুষ্ঠানে ১৯ জন উদ্যোক্তাদের ১১ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া বরিশাল জেলা থেকে রিতা জেসমিন ও সালমা আক্তার নামে দুইজন নারী উদ্যোক্তা জাতীয়ভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সার্কিট হাউজে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান নেতৃত্ব দেন। এসময় ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবদুল কাদেরসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উদ্যোক্তাগণ ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করে।