পটুয়াখালীতে প্রশ্নফাঁসের সত্যতা পেয়েছে প্রশাসন

নভেম্বর ০১ ২০২২, ১০:৫০

দুমকি প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে ফাঁসকৃত প্রশ্নপত্রে এসএসসির টেস্ট পরীক্ষা গ্রহণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। ৩০ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘দুমকিতে প্রশ্নপত্র ফাঁস করলেন স্কুলশিক্ষক সাংবাদিক দেখেই অজ্ঞান’-এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পর দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান স্কুল পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার সত্যতা পান।

পরবর্তী সময় জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযুক্ত শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে অনুরোধ জানান। এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, আমরা প্রশ্নফাঁসের ঘটনার সত্যতা পেয়েছি। ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর একটি রিপোর্টও দিয়েছি এবং স্যারের নির্দেশনায় উপজেলা মাধ্যমিক কর্মকর্তার সঙ্গে বসে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২৫ অক্টোবরের স্থগিত থাকা ইংরেজি বিষয়ের পরীক্ষা শুক্রবার নেওয়া হয়। ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. হাবিবুর রহমান তার প্রাইভেট শিক্ষার্থীদের পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র দিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে অন্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও