কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অক্টোবর ৩১ ২০২২, ১৮:১৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো.শহিদ (৪২), মো.জাকির হোসেন মোল্লা (২৭)। রবিবার রাতে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুর ও কুয়াকাটা থেকে এদের গ্রেফতার করেন।

এসময় তাদের কাছ থেকে এক কেজি ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ি মো.শহিদ মৎস্য বন্দর আলীপুরের নুরু মাঝী ওরফে নুরু মোল্লার ছেলে ও মো. জাকির হোসেন মোল্লা কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া মহল্লার মো.মোতাচ্ছের মোল্লার ছেলে।

মহিপুর থানার ওসি মো.আবুল খায়ের জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও