বরিশালে শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

অক্টোবর ৩১ ২০২২, ১৬:৩৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক মাঠ) বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ সোমবার দুপুর ৩টার দিকে এ অনুমতি দেয় জেলা প্রশাসন।

তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে বিএনপিকে। বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত মঞ্চ ব্যবহার করতে পারবে না তারা। ওই মঞ্চের চারদিকে ২০০ ফিট জায়গা খালি রাখতে হবে। এই শর্ত মেনে নিয়ে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, ‘আমাদের একমাত্র চাওয়া ছিল বেলস পার্ক মাঠে সমাবেশ করার।

জেলা প্রশাসন তাদের কর্মসূচি রয়েছে বলে দুই দিন ধরে নাটকীয়তা করেছে। শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি সোমবার দুপুর ৩টার দিকে দিয়েছে।

জেলা প্রশাসনের শর্ত হলো―মাঠের নির্ধারিত মঞ্চের চারদিকে ২০০ ফিট খালি রাখতে হবে। কারণ তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে। আমরা এই শর্ত মেনে নিয়েছি। মঞ্চ তৈরির কাজ শুরু করে দিয়েছে। ’

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উন্নয়ন সোহেল মারুফ বলেন, ‘বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে। তবে আমাদের কর্মসূচি রয়েছে, এ কারণে বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চটি খালি রাখতে বলা হয়েছে। ’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও