বাকেরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তিন দোকান পুড়ে ছাই

অক্টোবর ৩১ ২০২২, ১৫:০৯

সংবাদদাতা,বাকেরগঞ্জ, বরিশাল।। জেলার বাকেরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন সড়কের পাশে ৩১ অক্টোবর রাত ৩.৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন চারিদিক ছড়িয়ে পড়ে। এ সময় পাশাপাশি তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী দোকান মালিক আব্দুল আকবার বলেন আগুন কি করে লেগেছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান আমাদের প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল ও দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও