অভিনেত্রী সোনালি চক্রবর্তী আর নেই

অক্টোবর ৩১ ২০২২, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক : অভিনেতা শংকর চক্রবর্তীর স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী সোনালি চক্রবর্তী মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টালিগঞ্জ স্টুডিও পাড়ায়।

সোমবার (৩১ অক্টোবর) ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন, বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র- দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তার মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তীসহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

জানা যায়, লিভারের সমস্যায় সোনালি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হতো এ অভিনেত্রীকে। গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় এ অভিনেত্রীর।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও