পটুয়াখালীতে গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

অক্টোবর ৩১ ২০২২, ১২:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগিরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে সিদ্দিকুর জুগির হাওলা গ্রামের প্যাদা বাড়িতে যান দিনমজুরের কাজ করতে।

সেখানে নারিকেল গাছে উঠে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ একটি গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুতায়ণ হয়। ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর নামের একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও