মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
আগস্ট ১২ ২০২৫, ১৯:৪৭
উজিরপুর প্রতিনিধিঃ মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার,মোঃ মাইনুল আহাদ মামুন সিকদার,মোঃ সেলিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,দপ্তর সম্পাদক মোঃ আঃ হালিম হাওলাদার,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম ভুইয়াসহ শত শত নেতাকর্মী।
মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কে প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরিশেষে সংক্ষিপ্ত সভায় উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বলেন,উজিরপুরকে মাদক মূক্ত করতে হবে।
মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা,যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে শক্ত হাতে প্রতিহত করা হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।









































