বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

জুলাই ২৯ ২০২৫, ১৮:০৫

বরিশাল ॥ শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ বরিশালের স্বাস্থ্যখাতের অনিয়ম, ভোগান্তি, হয়রানি, চিকিৎসক সংকট দূরকরণ ও কাঠামোগত অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি হয়।

এসময় ছাত্রনেতা মহিউদ্দিন রনি তার বক্তব্যে বলেন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

এছাড়া পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি, ওষুধ সরবরাহসহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা, ‎স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে।

এজন্য স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন সময়ের দাবি। পাশাপাশি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহানসহ অন্যান্যরা।

অবস্থান কর্মসূচিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও