জুলাই গণঅভ্যুত্থান : ববির আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
জুলাই ২৮ ২০২৫, ১৭:২৪
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশহিসেবে সোমবার (২৮ জুলাই) গণঅভ্যুত্থানে আহত ববির শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ববির কীর্তনখোলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।
জুলাই আন্দোলন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনাত আবুল আলা, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন এবং গনিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন।
শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। ###









































