বিসিসি’র স্যানিটেশন উন্নয়নের লক্ষ্যে বাংকের প্রতিনিধিদের সাথে সভা
জুলাই ২৫ ২০২৫, ১৬:৪৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ডের নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্যানিটেশন উন্নয়নের জন্য বরিশালের সরকারী-বেসকারী বিভিন্ন বাংকের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন ‘ফ্যানসা নেটওয়ার্ক’ এর পক্ষে আভাস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বরিশাল নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার স্যানিটেশন অবস্থা পরিদর্শন করে একটি বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা অতিথিদের মাঝে। পাশাপাশি স্যানিটেশন অবস্থা যেখানে সেখানে খারাপ রয়েছে তাদের বাংক থেকে লোন দিয়ে কি ভাবে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা যায় সে বিষয় নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ফ্যানসা নেটওয়ার্ক’ এর অর্থায়নে “রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি-৬” প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়ন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস।
আভাসের নিবার্হী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অগ্রনী বাংকের বরিশাল বটতলা শাখার ম্যানেজার শাহজালাল ইসলামী বাংক বরিশাল শাখার সহকারী নির্বাহী ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাসুদ, আগ্রনী বাংক বরিশাল বটতলা শাখার এজিএম ও শাখা প্রধান শাহে আলম, জনতা ক্রেডিট ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ খন্দকার নজরুল ইসলাম, চন্দ্রদ্বীপ’র নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বর্ণা, সেইন্ট বাংলাদেশ এর ম্যানেজার মিয়া মজিবর রহমান, ব্রাক বাংকের ম্যানেজার জোবায়ের হোসেন, লাভ দাইনেইবারের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, ই-লানিং এন্ড আনিং লিঃ বরিশাল বিভাগের প্রধান কিশোর চন্দ্র বালা প্রমূখ। এছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ফানসা বিডি নেটওয়ার্কের সদস্য, যুব সংগঠক, সাংবাদিক, নারী নেত্রী, শিক্ষক সহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন আভাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।









































