উজিরপুর প্রতিনিধি ::: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখোর পরিবেশে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (২১ জুলাই) উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান এবং উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদের সঞ্চালনায় উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
উদ্বোধক বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আবুল কালাম শাহীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাবু।
বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতিসহ উপস্থিত অতিথি বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সর্বসম্মতিক্রমে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান নির্বাচিত হন।
গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু নির্বাচিত হন। পৌর বিএনপির সভাপতির পদে মোট ভোটার সংখ্যা ২৭৯ জন। ভোট গ্রহণ হয় ২২০। এরমধ্যে ১৬৭ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন মোঃ শহিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে মোট ভোট গ্রহন ২২১। এরমধ্যে মোঃ রোকনুজ্জামান টুলু ১৪০ ভোট পেয়ে উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।









































