কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নভেম্বর ১০ ২০২৪, ১৮:১১

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষকের নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার ও ব্যবহৃত মালামাল লুটে নেয় চোর চক্র।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্য রাতের কোন এক সময় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এ ঘটনা ঘটে।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, তার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে যাওয়ায় ঘটনার দিন তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।

রবিবার সকালে তার প্রতিবেশীরা ফোন করে বলে তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন বাসার গেট ভাঙ্গা বৈদ্যুতিক লাইন বিছিন্ন, সিসি ক্যামেরা ভাঙ্গা।

এছাড়াও আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণাংকার তাছাড়াও অন্যান্য মালামাল পোষাকসহ আরও প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও