কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের বিম ধসে ২ শ্রমিক নিহত

নভেম্বর ০৪ ২০২৪, ১৬:৩৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের বিম ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবু বক্কর (৪২) পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল (৪০) একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরোনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের বিম ধসে তাঁদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নোমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও