বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নভেম্বর ১৯ ২০২২, ২২:৩১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাপড়ি (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাপড়ি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়নের বড় সিকদার বাড়ির বাসিন্দা।

গত ১৬ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতলে ভর্তি হয়েছিলেন তিনি। স্বজনরা জানান, শারীরিক ভাবে কিছুটা অসুস্থ্য বোধ করায় মঙ্গলবার বরিশালে এনে একটি বেসরকারী ক্লিনিকে ডাক্তার দেখানো হয়। পরে ওই ডাক্তারের পরামর্শে পাপড়িকে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়।

ওই নারী ২ কন্যা সন্তানের জননী ছিলেন। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারী থেকে গতকাল পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ৯ জনই নারী। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও