বরিশালে ডাকাত চক্রের দুই সদস্য আটক
নভেম্বর ১৮ ২০২২, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের এয়ারপোর্ট থানাধীণ পশ্চিম রহমতপুর সাকিনস্থ রহমতপুর বাজার স্কুল রোর্ডের স্বর্নকার পট্টির সুমন জুয়েলার্স এর দোকানের থেকে ডাকাত চক্রের সদস্য মোঃ ফারুক ও মোঃ আব্দুল্লাহ কে আটক করেন এয়ারপোর্ট থানা পুলিশ।
আটকৃতরা হলেন, কুমিল্লা জেলার বাঙ্গরা থানার মেডাংগর গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ ফারুক (২৬) এবং চাঁদপুর জেলার কঁচুয়া থানার কান্দিরপাড় গ্রামের জামাল মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) কে ডাকাতি করার সরংঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে স্বর্ণ চেইন ১টি, আংটি ২টি, কানের দুল ২ জোড়া, মোট ২ ভরি, অনুমান যার বাজার মূল্য-১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়। উল্লেখিত ডাকাত সদস্যদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









































