বরিশালের দুইটি আসনে এবার নৌকার প্রার্থী চান ভোটাররা
নভেম্বর ১৮ ২০২২, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগ থেকে একক প্রার্থী চাচ্ছেন বরিশাল-৩ ও ৫ আসনের দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ ভোটাররা।
এ জন্য তারা দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, প্রতিবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটে মহাজোটের শরীকদলের প্রার্থীরা বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) এবং বরিশাল-৫ (বাকেরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।
ভোটের পর সেই আওয়ামী লীগের নেতাকর্মীকে কোণঠাসা করে রাখছেন নির্বাচিতরা। অথচ নির্বাচিতরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে জামানত বায়েজাপ্ত হতো বলেও নেতাকর্মীরা উল্লেখ করেন। তারা আরো বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের দিক বিবেচনায়ও জেলার মধ্যে অনেকটা পিছিয়ে রয়েছে মুলাদী, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ এবং বরিশাল-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী চাচ্ছেন দলের সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ ভোটাররা খোঁজ নিয়ে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের একত্রিত করে সু-সংগঠিত করে রেখেছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ আতিকুর রহমান আতিক।
দীর্ঘদিন থেকে তিনি (আতিক) এলাকার ভোটারদের দ্বারে দ্বারে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ আসনের সাধারণ মানুষের সেবা, উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখা আতিকুর রহমান প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে চমক সৃষ্টির মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
নির্বাচনের পূর্ব মুহুর্তে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। দলের সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাধারণ ভোটাররা বলেন, আগামী সংসদ নির্বাচনে আতিকুর রহমান আতিককে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তারা বরিশাল-৩ আসনটি উপহার দেবেন। আওয়ামী লীগের মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিকুর রহমান আতিক বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সেলক্ষ্যেই আমি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।









































