যুদ্ধ নয়, শান্তির দাবিতে বরিশালে মানববন্ধন
নভেম্বর ১৮ ২০২২, ১৫:৩৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বে দাবানল বন্ধ করে শিশু বাস যোগ্য পৃথিবী গড়ে তোলার দাবী জনিয়েছে জাতীয় শিশু সংগঠন খেলাঘর আসর বরিশাল জেলা কমিটি।
এ দাবি নিয়ে শুক্রবার সাকাল ১০টায় নগরীর অশ্বিনীর কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের শিশু ভাইবোন এবং কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কবি নজমুল হোসেন আকাশ। মানববন্ধনে বক্তারা বলেন, সার বিশ্বে যুদ্ধের দবানল বেজে উঠে। কোন কোন দেশে যুদ্ধ চলছে। বারুদের গন্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পরছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে অগামির ভবিষ্যৎ শিশুরা। বিনা কারনে বিনা অপরাধে তাদের জীবন বিপন্ন হচ্ছে। শিশুরা মারা যাচ্ছে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশে বড়ছে শিশু হত্যা, ধর্ষনের মত নির্যাতন। এসব বন্ধ করে নিরাপদ শিশু বাসযোগ্য পৃথিবীর গড়ার জন্য প্রধান মন্ত্রীসহ বিশ্ব নেত্রীবৃন্দর কাছে দাবী জানন।
সংগঠনের সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাতের সঞ্চলনায় আন্যানর মধ্যে বক্তৃতা রাখেন,বরিশাল জেলার শিশু এ্যাকাডেমির সাবেক কর্মকর্তা ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক পঙ্কজ রায় চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কাজী সেলিনা,শুভকর চক্রবর্তী,নিগার সুলতানা হনুফা প্রমূখ।
আ/ মাহাদী









































