৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নেই বরিশালের রাজনৈতিক দলের কমিটিতে
নভেম্বর ১৭ ২০২২, ১৭:৩৮
আরিফ হোসেন ॥ গণপ্রতিনিধিত্ব আধ্যাদেশের (আরপিও) ৩৩ শতাংশ নারী সদস্য নেই বরিশালে একটি রাজনৈতিক দলের কমিটিতেও। নির্বাচন কমিশনে (ইসি) ২০২০ সালে এ বিষয়টি অঙ্গীকার করলেও তা আজো বাস্তবায়িত হয়নি। শুধু রাজনৈতিক দলই নয়; দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতেও এই শর্ত মানা হচ্ছেনা।
নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যর কমিটিতে মাত্র তিনজন নারী সদস্য রয়েছে। একইভাবে বিএনপির ৪৭ সদস্যর কমিটিতে চারজন, জাতীয় পার্টির ১২১ সদস্যর কমিটিতে নয়জন, কমিউনিষ্ট পার্টির ১৩ সদস্যর কমিটিতে দুইজন, বাসদের ১৭ সদস্যর কমিটিতে চারজন, জাসদের ৫১ সদস্যর কমিটিতে পাঁচজন নারী সদস্য রয়েছে।
এরমধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১১ সদস্যর কমিটিতে একজনও নারী সদস্য নেই। বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন, শুধু বরিশালের চিত্র এমন নয়; সারাদেশে একই অবস্থা চলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশের কম নারী নেতৃত্ব রয়েছে। বিএনপির সবপর্যায়ের কমিটিতে ১৫ ভাগ নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপায় নারী নেতৃত্ব মাত্র ২০ শতাংশ।
আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে (জেপি) নারী নেতৃত্ব ১৬ শতাংশ। এছাড়া অন্যান্য দলের মধ্যে সিপিবিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও জাসদে ১১ দশমিক ৯২ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। এনপিপির ২০ শতাংশ, বাংলাদেশ মুসলিম লীগ ৬ শতাংশ, গণতন্ত্রী পার্টিতে ১৫ শতাংশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে।
কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপির) কমিটিতে নারী নেতৃত্ব রয়েছে ২২ শতাংশ। নারী উন্নয়ন ফোরাম বরিশাল জেলার সভাপতি সৈয়দা মনিরুন্নাহার মেরী বলেন, প্রতিশ্রুতির নির্ধারিত সময়সীমার ২২ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণপ্রতিনিধিত্ব আধ্যাদেশের (আরপিও) ৩৩ শতাংশ নারী সদস্য অর্ন্তভূক্ত নেই বরিশালে একটি রাজনৈতিক দলের কমিটিতেও।









































