সংবর্ধনা অনুষ্ঠানে ফুল গ্রহণ করেননি বিএনপির নবগঠিত কমিটি

নভেম্বর ১৭ ২০২২, ১৬:৩৪

নিজস্ব প্রতিবেদক: ফুল বিহীন সংবর্ধনা গ্রহণ করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনের অস্থায়ী মঞ্চে সংবর্ধনার আয়োজন করেন দক্ষিণ জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।

সংবর্ধনা সভায় নেতৃবৃন্দরা কেউ ফুল গ্রহণ করেননি। এর কারণ হিসেবে নবগঠিত কমিটির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন তাদের বক্তব্যে বলেন, এখন কোন আনন্দ করার সময় নয়; আমাদের সকলকে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।

পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের নয়; একমাত্র তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এর আগে আমাদের কোন ফুলের প্রয়োজন নেই।

সংবর্ধনা সভায় স্থানীয় বিএনপি ও তার সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর পূর্বে বরিশাল বিমান বন্দর থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে আবুল হোসেন খান ও আবুল কালাম শাহিনকে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

উল্লেখ্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটে কমিটি গঠনে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় ১ বছর ১৩ দিন দায়িত্ব পালনকারী আহবায়ক মজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন তালুকদার মেবুলকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও