বরিশালে বসেছিলো বিলুপ্ত হয়ে যাওয়া পালাগানের আসর

নভেম্বর ১৬ ২০২২, ১৭:০১

নিজস্ব প্রতিবেদক ॥ আবহমান গ্রাম বাংলার এসময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো জারি ও পালাগানের আসর। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে এসব বিনোদন আজ হারিয়ে যেতে বসেছে।

দীর্ঘদিন পর গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া পালাগানের আসর বসেছিলো জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের কালেখার মাজারে। এ উপলক্ষে ওই এলাকাসহ পাশ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটেছিলো পালাগান উপভোগ করার জন্য।

 

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর পালাগান শুনে আনন্দে মেতে ওঠে দর্শকরা। পাশাপাশি পালাগানকে কেন্দ্র করে ওই এলাকায় বসেছিলো গ্রামীণ মেলা। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, প্রায় দুইশ’ বছর থেকে ওই এলাকার হযরত শাহ্ সুফী কালেখা পীর বোখদাদি (রাঃ) এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে প্রতিবছরের ৩০ কার্তিক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তার মধ্যে পালাগান অন্যতম। তারা আরো বলেন, করোনা মহামারির কারনে বিগত দুইবছর ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তাই এবার ব্যাপক পরিসরে ওরস মোবারকের আয়োজন করা হয়েছিলো। পালাগানে ঢাকা থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পী পারভেজ দেওয়ান ও দিবামনি দেওয়ানের সুরের মুর্ছনায় আগত ভক্তদের মাতিয়ে তোলা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও