প্রথম বাঙালি মহিলা চিকিৎসককে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন
নভেম্বর ১৬ ২০২২, ১৬:৫৫
শামীম আহমেদ ॥ উনিশ শতকের শেষভাগে পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জনকারী দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালী নারী চিকিৎসক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে লেখা “প্রথম বাঙালী মহিলা চিকিৎসক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বুধবার (১৬) নভেম্বর দুপুরে ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীর নিজবাড়ি বরিশালের গৌরনদীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইয়ের লেখক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির, মোঃ ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর সরকারি টিটিসি’র অধ্যক্ষ খুরশীদ সোলায়মান পলি।
কবি জিনাত জাহান খানের সঞ্চলনায় গ্রন্থ আলোচক ছিলেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাকিয়া রহমান মৌলি, চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে বই লিখেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। এরআগে ভারতে তাকে নিয়ে দুইটি বই লেখা হয়েছে বলে জানা গেছে।









































