বরিশালে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

জানুয়ারি ১৬ ২০২৪, ১৮:০৮

আরিফ হোসেন ॥ যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ। এযেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের হলুদ আভা। বরিশালে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মনমাতানো মৌ-মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। বিশেষ করে বরিশালের মুলাদী ও সদর উপজেলার সায়েস্তাবাদ সহ জেলার বিভিন্ন উপজেলায় মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে।

এখন সরিষার ফুল ধরার সময়। অপরুপ এ দৃশ্য দেখে মনে কৃষকরা যেন তাদের ক্ষেতে রাশি রাশি সোনা ছড়িয়ে রেখেছে। ভোজ্য তেলের দাম বাড়ায় সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছে জেলার কৃষকরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হওয়ায় দ্রুত বেড়ে উঠেছে সরিষার গাছগুলো আর গতবারের থেকে কয়েকগুন বেশি ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।

বরিশাল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম জানিয়েছেন গতবছরের চেয়ে এবছর সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সরিষা বীজ এবং সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে। এতে করে প্রতি বছরই সরিষার আবাদ বাড়ছে। কৃষকের ফসলের ক্ষেতে হিমেল হাওয়ায় মাঝে মধ্যেই দোল খাচ্ছে সরিষার ফুল।

ফুলে ফুলে ভরে গেছে জেলার প্রতিটি সরিষার ক্ষেত। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য ও মনোমুদ্ধকর সৌন্দর্য উপভোগ করে সরিষা ফুলের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন প্রকৃতি প্রেমীরা। বর্তমানে অধিকাংশ ক্ষেতেই সরিষার বীজ আসতে শুরু করেছে।

আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সরিষা চাষে ভাল ফলনের আশা করছেন কৃষকরা। ফলে কম খরচে অধিক লাভের আশায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি ফুটে উঠেছে। বিশেষ করে খন্ড খন্ড জমিতে সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে। কৃষকরা বলছেন, গত বছর সরিষার মূল্য বেশি পাওয়ার কারণেই এবারও সরিষা চাষের দিকে মন দিয়েছি কৃষকরা।

এবছরও ফলন ভালো হবে বলে আশা তাদের। বরিশাল সদর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হেলাল উদ্দিন বলেন, বরিশালে আগের তুলনায় এবার সরিষার ফলন ভালো হয়েছে,আশা করা যায় আরো ভালো হবে।  আমাদের লক্ষমাত্রা অর্জন করতে সাক্ষম হয়েছি।

বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) রেজাউল হাসান জানিয়েছেন গত বছর বরিশাল জেলায় ৫ হাজার ৫ শ’ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিলো।

এ বছর জেলায় ৬ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এরমধ্যে বাবুগঞ্জ, মুলাদী, বানারীপাড়ায় সবচেয়ে বেশি সরিষার চাষ করা হয়েছে। তিনি আরো বলেন, সরিষা চাষে কৃষকরা লাভবান হওয়ায় এবছর সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে।

ভবিৎষতে আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন তিনি। তিনি আরো বলেন, এবছর মৌসুমে সরিষার পাশাপশি রবি ফসলসহ ১২ হাজার ১ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।

তবে আগামীতে কৃষকরা সরকারী ভাবে সুযোগ সুবিধা বেশি পেলে সরিষা চাষ বৃদ্ধি করবে এমনটাই প্রত্যাশা কৃষকদের।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও