ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে হত্যা

জানুয়ারি ১৬ ২০২৪, ১৪:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। সোমবার রাত সাড়ে ১০ টায় রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে এই হত্যাকাণ্ড ঘটে। ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পূর্বে ঢাকায় চলে যায়। সোমবার রাত সাড়ে ১০ টায় শিরিন তার ঘরের ভেতরে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ঘরে প্রবেশ করে রিপন মল্লিককে অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়রা রিপনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, স্থানীয়রা তাকে ঘটনাটি ফোনে জানালে তিনি শিরিনের ঘরে গিয়ে তার ভাইকে না পেয়ে মেঝেতে রক্ত মাখা দেখতে পান। এ সময় শিরিন তার ঘরেই ছিল। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সাথে পরকীয়ার কোন সম্পর্কও থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও