প্রবীণ ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সম্মেলণ
নভেম্বর ১৪ ২০২২, ১৯:৫৫
নিজস্ব প্রতিবেদক ॥ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক পরিস্থিতি এবং অধিকার বিষয়ক সম্মেলণ সোমবার সকালে জেলার গৌরনদী কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সম্মেলণের উদ্বোধণ করেন কারিতাসের প্রবীণ হিতৈষি ক্লাবের মাহিলাড়া ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আব্দুল মান্নান তুহিন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির।
বক্তব্য রাখেন কারিতাসের এসডিডিবি প্রকল্পের এফএও পল রায়, কর্মসূচী কর্মকর্তা সম্রাট সেরাও, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক, হাপানিয়া প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি মাওলানা সাহেব আলী, ইউপি সদস্য নাজমা বেগম প্রমুখ। সম্মেলণে উপজেলার শতাধিক প্রবীণ ও প্রতিবন্ধীরা অংশগ্রহন করেন।









































