ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলেই হবে জেল: ইসি

নভেম্বর ২৫ ২০২৩, ১৭:৫০

ঝালকাঠি প্রতিনিধি ‍॥ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীর দায়িত্ব, তবে ভোটারদের কেন্দ্রে আসতে যদি কেউ বাধা দেয় তার জন্য তিন থেকে সাত বছর কারাদণ্ডের আইন করা হয়েছে। আর এভাবেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। নির্বাচনকালীন প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে।

আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে ইসি বলেন, ‘আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে চায়ের দাওয়াত দিয়েছি। কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও