কুপিয়ে জখমের ২১ দিন পর যুবকের মৃত্যু

অক্টোবর ০৪ ২০২৩, ১৬:১৬

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।  ঝালকাঠির নলছিটিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ২১ দিন পর রুবেল গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার  (৪ অক্টোবর ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দপদপিয়ার কয়া এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়।
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।  নিহত রুবেল গাজী দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার জসীম গাজীর ছেলে।এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ১৮ জনকে আসামি করে নলছিটি থানায় মামলা করেছিলেন নিহতের পিতা জসীম গাজী। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়া এলাকায় মামলার আসামিরা রুবেল গাজীকে  অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ নিলে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
সেখানে  চিকিৎসা নেওয়ার পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়।  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন , এ ঘটনায় বেশ কিছু আসামিদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও