ঝালকাঠিতে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

সেপ্টেম্বর ২৮ ২০২৩, ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া কাঠেরঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. রিয়াজুল ইসলাম সবুজ (৫৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

নিহত রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল বন্দর থানার দক্ষিণ চরআইচা গ্রামের মৃত আসমত আলী মৃধার ছেলে। এ ছাড়া আহত ৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও