বিলীন হচ্ছে নীলগঞ্জের গৈয়াতলা বেড়িবাঁধ, দুশ্চিন্তার কৃষকরা
আগস্ট ১৯ ২০২৩, ১৩:২৬
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা নদীর ভাঙ্গনে পূর্ব গৈয়াতলা গ্রামের প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীনের শঙ্কা দেখা দিয়েছে। কয়েকমাস পূর্বে জিও ব্যাগের প্রটেকশন দেয়া হলেও বর্তমানে জিও ব্যাগ ধ্বসে নদীতে চলে গেছে। নদীর পাশের স্লোপসহ মূল বাঁধের অর্ধেকটা বিলীন হয়ে গেছে।
স্থাণীয় কৃষকরা জানিয়েছেন, বাঁধ রক্ষায় এই মৌশুমেই পদক্ষেপ নেয়া প্রয়োজন। বাঁধ ছুটে গেলে পুর্ব গৈয়াতলাসহ আশপাশের ১০-১২ গ্রামের ফসলহানি ঘটবে। আমনসহ সবজি চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিবে। জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করেছে, কিন্তু জিও ব্যাগও ধ্বসে গেছে।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া জানান, গৈয়াতলার বেড়িবাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদকে অবহিত করা হয়েছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি।
দেখা গেছে, বেরিবাঁধটির স্লুইসের ওয়ালসহ ব্লক নেই। বিধ্বস্ত হয়ে যাচ্ছে স্লুইসের মূল অংশ। বিভিন্ন স্পটে বাঁধে ভাঙ্গন ধরেছে। নীলগঞ্জ ইউনিয়নের এই বেড়িবাঁধটি রক্ষায় পদক্ষেপ না নিলে দেড় হাজার সবজি চাষীসহ হাজার হাজার কৃষক পরিবার জমিজমার ফলন হারানোর শঙ্কায় পড়বে। জিও ব্যাগের প্রোটেকশন দেয়া হয়েছিল এবং বিকল্প বেড়িবাঁধ করা হয়। কিন্তু তাও এখন ভেঙ্গে গেছে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার প্রকৌশলী মিজানুর রহমান জানান, ওই বাঁধটির সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ হওয়ায় জিও ব্যাগ দিয়ে জরুরি প্রটেকশন দেয়া হয়েছিল। কিন্তু সোনাতলা নদীর স্রোতের প্রবল ঝাপটায় বাঁধটি ভেঙ্গে গেছে। পরবর্তীতে প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভাঙ্গন রোধে কাজ করা হবে।









































