পিরোজপুরে পরিত্যক্ত ইউপি ভবনে আ’লীগের কার্যালয়
আগস্ট ০৩ ২০২৩, ১৮:১৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টানিয়েছে আওয়ামী লীগ ও তিন সহযোগী সংগঠন।
এক সপ্তাহ আগে সদর ইউনিয়নের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাইনবোর্ড সাঁটানো হয়।
জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ঘর ভাড়া নিয়ে সদর ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সহায়তায় ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে দলীয় কার্যালয় করা হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য
। তবে আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমান বলেন, দলের অফিস না থাকায় অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ ভবনে অফিস নেওয়া হয়েছে। তাঁর দাবি, ইউপি চেয়ারম্যান পরিষদের নিচ তলা ভাড়া দিয়ে টাকা নিচ্ছে।
এক টাকাও ইউনিয়ন পরিষদে জমা দিচ্ছে না। এ কারণে পরিষদের খালি ভবনে দলীয় অফিস করেছেন তারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মতিউর রহমান জানান, সদর ইউনিয়ন পরিষদের খালি ভবনে দলীয় সাইনবোর্ড টানানো হয়েছে বলে শুনেছেন তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ইউনিয়ন পরিষদের সচিব মতিউর রহমান জানান, ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টানানোর কথা শুনেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম বলেন, তিনি এ বিষয় জানেন না। তবে বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিকে জানাবেন।









































