ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম করলেন যুবদল নেতা

জুলাই ২০ ২০২৩, ১৯:০১

বরগুনা প্রতিনিধি: বরগুনা-২ আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে নিয়ে কটাক্ষের অভিযোগে ক্ষুব্ধ হয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর সানীর মাথা ও নাক ফাটিয়ে দিয়েছে চরদুয়ানী ইউনিয়ন যুবদল নেতা স্বপন ও তার সহযোগীরা।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম নিয়ে যাওয়া হয়েছে।

আহত ওমর সানী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল ইসলামের ছেলে। আহত ওমর সানী বলেন, আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে আকস্মিক আমার পথরোধ করে কোন কিছু বোঝার আগেই মারধর শুরু করে।

এক পর্যায়ে আমাকে মারতে মারতে মাথা ও নাক ফাটিয়ে দিলে আমি মাটিতে পরে যাই। পিটিয়ে আমার মাথা ও নাক ফেটে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক পার্শ্ববর্তী লোকজন আমাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করেন।

জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) বরগুনায় বিএনপির পদযাত্রায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে কটাক্ষ করে স্লোগান দেওয়ায় বরগুনা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছগীর হোসেন লিওন গ্রুপ সমর্থক চরদুয়ানী ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক স্বপন ও তার সহযোগীরা পাথরঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর সানির ওপর হামলা করে।

তবে ওমর সানী কটাক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এ রকমের কোন কথা বলিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত ব্যক্তির মাথায় ও নাক ফেটে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

এদিকে অভিযুক্ত চরদুয়ানী ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক স্বপনের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ওমর সানীর মাথা ও নাক থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। ওমর সানীর ওপর হামলার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, কটাক্ষের বিষয়টি মিথ্যা। এটি দলীয় কোন্দল নয় তাদের ব্যক্তিগত। এখানে সাবেক এমপি মনির কোন সংশ্লিষ্টতা নেই পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এরকম একটি ঘটনার কথা আমি শুনেছি। তবে কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও