ঝালকাঠিতে আনারস প্রতীকের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ
জুলাই ১৭ ২০২৩, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউপি নির্বাচনে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল সাড়ে ১০টার দিকে নৌকার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন খান ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী ওয়ারেচ আলী খান।
এতে সাধারণ সদস্য ৯টি পদে ২৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩টি আসনে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৭৪ জন ও মহিলা ভোটার ৬ হাজার ১৬৮ জন।
ইতোপূর্বে এই ইউনিয়নে ওয়ারেচ আলী খান ২ বার নির্বাচিত হয়েছেন এবং ফারুক হোসেন খান এ বছরই প্রথম বারের মতো প্রার্থী হয়েছেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছেন নির্বাচন কমিশন। শক্তভাবে নির্বাচন গ্রহণ করার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ।









































