বরগুনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জুলাই ১০ ২০২৩, ১৩:২২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় ২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বশির আলমের নেতৃত্বে রবিবার বিকাল পৌনে ৫ টায় বরগুনা সদর ইউনিয়নের উত্তর হেউলিবুনিয়া গ্রামের সয়জদ্দিন হাওলাদার বাড়ীর দক্ষিণ পার্শ্বের ব্রীজের উপর থেকে মোঃ তুহিন হাওলাদার (২৫) ও মোঃ ওয়ালি উল্লাহ (২৭) দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তুহিনের পিতা- মোঃ নান্না মিয়া ও ওয়লিউল্লার পিতা- মোঃ শফিকুল ইসলাম। আটককৃত উভয়ের বাড়ী সদর ইউনিয়নের কালিরতবক গ্রামে। এ সময় তাদের দু’জনের সঙ্গে থাকা ১’শ করে গোলাপী বর্নের ইয়াবা ট্যাবলেটসহ দু’টি পলিথিনের প্যাকেট জব্দ করে পুলিশ ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন চার্জ বশির আলম জানান, প্রাথমিক তদন্তে জানা যায় এরা দু’জনই মাদকসেবী এবং মাদক ব্যবসার সাথে জড়িত।

এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা আছে। জেলা গোয়েন্দা শাখার এসআই জ্ঞান কুমার দাস বাদী হয়ে মাদক দ্রব্য আইনে দু’জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও