কুয়াকাটায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ

জুলাই ০২ ২০২৩, ১২:০২

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। দেশের অপরাপর পর্যটন কেন্দ্র গুলোর চেয়ে সার্বিক নিরাপত্তায় এগিয়ে থাকা কুয়াকাটায় বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহন করেছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন।

জানা গেছে, ঈদুল আযহার ছুটি ও পদ্মা সেতু চালু হওয়ার পরে পরিবহন সেক্টরে বিলাশবহুল গাড়ি যুক্ত হওয়ায় কুয়াকাটায় পর্যটকদের মিলন মেলা তৈরি হয়েছে। সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরনের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান। এবার ঈদে এসেছে বহু বিদেশী পর্যটক। এর আগেও বিভিন্ন উৎসবের ছুটিতে কুয়াকাটার দীর্ঘ্য বেলাভুমি মুখরিত হয়ে ওঠেছিল পর্যটকদের পদচারনায়। প্রায় লাখো পর্যটকের সমাগম ঘটেছে এবার ঈদ-উল-আযহার ছুটিতে।

এছাড়াও ঈদ-উল-আযহার ছুটিতে পর্যটকদের আগমনে ব্যবসায়ীদের বিক্রি বৃদ্ধি হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কুয়াকাটা আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোতালেব শরিফ জানিয়েছেন, অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর মোঃ হুমাউন কবির বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমন আর নিরাপত্বায় প্রস্তত রয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও